প্রধান শিক্ষকের বাণীঃ

পরিপূর্ণ শিক্ষা বলতে যা বোঝায় তা হল শারীরিক , মানসিক ও আত্মিক উন্নয়ন সাধন করা। শিক্ষার জন্য প্রয়োজন সুশিক্ষক শিক্ষার্থীদের মানব সম্পদে পরিনত করাই হল একজন সুশিক্ষকের বৈশিষ্ট্য। যোগ্য মানব সম্পদ গঠন কল্পে রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের শুরু থেকে অদ্য পর্যন্ত প্রধান শিক্ষক গণ কাজ করে এসেছি। বিদ্যালয়টি যে দিন উদ্বোধন করা হয় সে দিন হতে অদ্যাবধি শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে সর্বদা চেষ্টা করছি। আমার এ পথ চলার সহযোগিতা করেছেন সকলেই। আমি কৃতজ্ঞ ভরে সকলের নিকট দায় বন্ধ। বিদ্যালয়ের শতভাগ ফলাফল অর্জন আমার এ ব্রত। জীবনের মহামূল্য বান সময় টুকু পার করে এখন জীবন যুদ্ধে অবত্তীর্ণ হয়েছি। প্রত্যাশা করছি সকলের নিকট একটু আর্শীবাদ যাতে মহান আল্লাহ তালা আমাকে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করার সুযোগ দান করেন। হাঁটি হাঁটি পা পা করে রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় পার করছি দীর্ঘ বছর। আগামী ৫ বছরে রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়টি শিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখবে বিভাগীয় পর্যায় এমন স্বপ্ন লালন করি হ্নদয়ে। আল্লাহ-সহায়-হোক।